Skip to main content

Posts

Showing posts from May, 2018

|| মৃত স্বর্ন পর্ব - ১ ||

প্রায় ৩ টার দিকে ঘুম ভাঙ্গলো আমার! ঠিক রাত না দিন বলতে পারবো না! আকাশ দেখছি কুচঁকুচেঁ অন্ধকার! হয়তো রাত অথবা দিনে বৃষ্টির কারনে কালো হয়ে আছে | বৃষ্টির দিন, বলা যায় না! কাল ভার্সিটি থেকে এসে যে কি এক ঘুম দিলাম তা আমি নিজেও বলতে পারব না! রুম থেকে এখন যদি বের না হই, মা তোহ মেরেই ফেলবে! মা'র আবার রাত জাগা পছন্দ না, দিনে ঘুম তোহ আরও না, পরিক্ষা ছিল, পাগলের মত সারা রাত জেগে রিভিশান দিয়ে পরিক্ষা থেকে ফিরে এসে ঘুমিয়েছি তাই হয়ত মাফ করেছেন! তবে এখন না উঠলে নিস্তার নেই! বের হয়ে দেখি, আহা! এত মানুষ কেনো? প্রায় সকল আত্মীয়-স্বজনই এসেছেন | কি ব্যাপার বড় আপুকে কি দেখতে আসলো নাকি? তাড়াতাড়ি আবার ঘরে ফিরে এলাম | আমার যা অবস্থা! এভাবে যাবে কনের ভাই? স্টাইল করে ছিড়া জিন্সের ট্রেন্ড তোহ তারা বুঝবে না, উল্টা ভাববে ছিড়া জিন্স পড়ে ঘুরে বেরাই হয়ত টাকা পয়সা নেই! না ভাই! আপুর জন্য এ রিস্ক নেয়া যাবে না, এমনিতেই তার বিয়ে হয়ে হয়ে আর হয় না! নিজেকে বাথরুমের আয়নায় দেখছি! বাহ! বেশ সুন্দর লাগছে, এত সুদর্শন আমি!!! ইস! আপুর যদি কোন ননদ হয় বিয়ে হলে, একটু দুস্টামি তোহ করবই! ভাবতে ভাবতে খুব ফিট-ফাট হয়ে নিচে নামলাম! (এ...