কারও ভাল দেখেও যদি তুমি ভাল হতে না পারো, কারও পরিস্কার সাদা সিধে মনটাও যদি তোমার মনকে সাড়া দিতে না পারে, কারও সহজ - সরলতাও যদি তোমাকে প্রভাবিত করতে না পারে, তাহলে এতে শুধুই তোমার ব্যর্থতা, তার নয় | এটা তোমার ব্যর্থতা যে তুমি তার ভাল দেখেও ভাল হতে পারনি | তোমার ব্যর্থতা যে তুমি তোমার মন পরিস্কার রাখতে বা করতে পারনি | তোমার ব্যর্থতা যে তুমি হয়ত উল্টো তারই ক্ষতি চাচ্ছো | এ সবই শুধুই তোমার ব্যর্থতা, আর কাররই না || আফসোস, তুমি তোমার নিজেকে বদলাতে পারনি | আফসোস, মানুষ হবার উচিৎ শিক্ষাটা তুমি গ্রহন করতে পারনি | আফসোস, তুমি মানুষ হয়েও, ভাল মানুষ হতে পারনি || ©
A place where views meet fiction and experiences outcome motivation.