রাস্তায় কুড়িয়ে পাওয়া সকল প্রানি কুড়ানো রত্ন। সবার ভাগ্যে জোটে না তারা। কুড়িয়ে পেয়ে, তাদের যত্ন করে, ভালবাসার মধ্যে একটি শান্তি আছে। কেননা তখন বুঝা যায় যে, সৃষ্টিকর্তা যেন আমাদেরকে বেঁছে রেখেছিলেন এই ভালবাসার রত্নগুলোর জন্যেই। আমাদের কে উপহার স্বরুপ দিয়েছেন তাদের। সৃষ্টিকর্তার এই উপহারগুলোর রক্ষা আর যত্ন আমরা না করলে, তাকে মুখ দেখাবো কি করে? যাদের আমাদের উপর অধিকার আছে, তাদের দায়িত্ব আমরা না নিলে কে নিবে? সকল প্রানি ভালবাসার যোগ্য, এবং এটি তাদের অধিকার। তাদের কোনভাবেই বঞ্চিত করবেন না।
A place where views meet fiction and experiences outcome motivation.