এবার বাড়ি যাওয়া যাক ভেবেই বাড়ির দিকে পা বাড়াচ্ছিলো তনু | বাবা- মাকে অনেক দিন দেখা হয় না | মাঝপথেই মনে পড়ে গেল, সেদিন মা ঠিক অনেকটা বিরক্ত হয়েই বলেছিল রোজ রোজ কিসের আসা মায়ের বাড়ি? রোজ বলতে আসলে কি সেটা ভেবে পেলো না তনু, কারন প্রায় দুই মাস পর গিয়েছিল সেদিন। ভাবী নাকি মাকে বলেছে রোজ বাপের বাড়ি চলে এলে শ্বশুরবাড়ি কি ভাববে? প্রায় সাত মাস হতে চলেছে তনুর বিয়ে হয়েছে ফরহাদের সাথে | বিয়ের প্রথম রাতেই তনুর মাথায় বাজ ভেংগে পড়ে | ফরহাদ তনুকে ভালবাসা তোহ দুরের কথা তনুকে বলেছে তাকে দেখতেও চায় না সে, ছুঁয়ে দেখাতো অসম্ভব | খুব কান্না পেয়েছিল তনুর সেদিন, সে নিজের অজান্তেই মনের মধ্যে ফরহাদকে অনেকটুকু জায়গা দিয়ে বসে, ভেবে পায় না, এখন তার কি হবে | সাত মাসে অনেক চেস্টা করে ফরহাদের মনে নিজের জন্য জায়গা তৈরী করার, এ সকল প্রচেস্টায় শুধু তিন বার ফরহাদ নেশাগ্রস্থ অবস্থায় তনুকে কাছে টেনে নিয়েছিল। তনুর এতেই শান্তি, ভেবেছিল এতেই হয়ত ফরহাদের মনে ভালবাসার ফুল ফুটতে পারে, কিন্তু ফরহাদের মা তনুকে ইতোমধ্যেই বলে দিয়েছে, ফরহাদ তনুকে চায় না, ফরহাদের বাবার ভুলের মাশুল কেন তার ছেলে বয়ে বেরাবে? তার ভুল হয়ে গেছে ত...